বাসস দেশ-১১ : চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে ঈদের বিশেষ খাবার

254

বাসস দেশ-১১
হাসপাতাল-চট্টগ্রাম
চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে ঈদের বিশেষ খাবার
চট্টগ্রাম, ৫ জুন ২০১৯ (বাসস) : চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ঈদুল ফিতর উপলক্ষে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। খাবার খাতে স্বাভাবিক অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনের বরাদ্দ ছিলো বেশি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ঈদের দিন সকালের নাস্তায় ৫ পিস পাউরুটি, জেলি, কলা, বিস্কুট, সেমাই, সেদ্ধ ডিম ও দুধের ব্যবস্থা ছিলো। দুপুরের খাবারে ছিলো পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোর্মা ও সালাদ। রাতের খাবারে রয়েছে ভাত, মুরগি, সবজি ও ডাল।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, ‘অন্যান্য দিনের তুলনায় ঈদের দিন বরাদ্দ বাড়িয়ে হাসপাতালের রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ঈদের দিন সকালে নাস্তা ছাড়াও দুপুরের খাবরে ছিলো পোলাও, মুরগি আর সেদ্ধ ডিম। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদে রোগীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারে এদিনের জন্য বরাদ্দও বেশি রাখা হয়েছে।
এছাড়া জেলার সরকারি হাসপাতাল ও ১৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদুল ফিতরের বিশেষ খাবার আয়োজন করা হয়েছে।
বাসস/ডিবি/এসকেবি/কেসি/১৭২৫/কেকে