চট্টগ্রামে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদুল ফিতর উদযাপিত

302

চট্টগ্রাম, ৫ জুন, ২০১৯ (বাসস) : বন্দর নগরী চট্টগ্রামে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে আজ বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এবছর নগরের ১৬৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ৯৪টি স্থানে।
ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। এতে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল মেঘে ঢাকা। কয়েকটি স্থানে গুড়িগুড়ি বৃষ্টিও হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের জামাতে নেমে ছিল মুসল্লিদের ঢল।
জামাতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিশিষ্টজনরা একই কাতারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকল দলের নেতৃবৃন্দ ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বৃষ্টির আশঙ্কায় জমিয়াতুল ফালাহ ময়দানে শামিয়ানার ব্যবস্থা ছিলো। বাড়তি নিরাপত্তা হিসেবে ২২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত, কুইক রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত ছিলো। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল ৮টায় নগরের আউটার স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগীরর লালদীঘি ময়দানে আরও একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। নগরীর বাইরে জেলার ১৬ উপজেলা থেকেও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ-উৎসবের সাথে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।