বাসস ক্রীড়া-২ : ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

166

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বিশ্বকাপ
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
লন্ডন, ৫ জুন, ২০১৯ (বাসস): আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অস্টম ও দিনের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।সাউদাম্পটনের এ ম্যাচ দিয়েই ফেবারিট ভারত এবারের বিশ্বকাপ শুরু করছে। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকার এটা তৃতীয় ম্যাচ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ২১ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই প্রোটিয়াদের সামনে। তার ওপড় দলটির জন্য দু: সংবাদ হচ্ছে ইনজুরির কারণে সেরা পেসার ডেল স্টেইনের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়া। আরেক পেসার লুঙ্গি এনগিডিও ইনজুরির কারণে কমপক্ষে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান,বিরাট কোহলি(অধিনায়ক), কেএল রাহুল, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার,কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল,জসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকুয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরিজ শামসি।
বাসস/১৫২০/স্বব