বাসস ক্রীড়া-১ : আফগানিস্তানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল শ্রীলংকা

153

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-শ্রীলংকা-আফগানিস্তান
আফগানিস্তানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল শ্রীলংকা
কার্ডিফ, ৫ জুন ২০১৯ (বাসস) : ইংল্যানব্ড ওয়েলসে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দশম আসরে প্রথম জয়ের দেখা পেল শ্রীলংকা। গতরাতে বিশ্বকাপের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে বৃষ্টি আইনে ৩৪ রানে হারিয়েছে লংকানরা।
কার্ডিফে বৃষ্টির কারনে এক পর্যায়ে ম্যাচটি ৪১ ওভারে নির্ধারন করা হয়। সেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ৩৬ দশমিক ৫ ওভারে ২০১ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে কুশল পেরেরা ৮১ বলে ৭৮ রান করেন। এছাড়া অধিনায়ক দিমুথ করুনারতেœ ৩০ ও লাহিরু থিরিমান্নে ২৫ রান করেন। আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবী ৩০ রানে ৪ উইকেট নেন। রশিদ খান ও দৌলত জাদরানের শিকার ছিলো ২টি করে উইকেট।
এরপর বৃষ্টির কারনে জয়ের জন্য ৪১ ওভারে ১৮৭ রানের টার্গেট পায় আফগানিস্তান। কিন্তু শ্রীলংকার বোলারদের তোপে পড়ে ৩২ দশমিক ৪ ওভার ব্যাট করে ১৫২ রানেই গুটিয়ে যায় আফগানরা। দলের পক্ষে নাজিবুল্লাহ জাদরান ৪৩ ও হজরতউল্লাহ জাজাই ৩০ রান করেন। শ্রীলংকার নুয়ান প্রদীপ ৪টি ও লাসিথ মালিঙ্গা ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকার প্রদীপ।
বাসস/এএসজি/এএমটি/১৪৫০/স্বব