২০০তম ম্যাচ খেলতে নামলেন সাকিব

479

লন্ডন, ৫ জুন ২০১৯ (বাসস) : বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২শতম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই লাল-সবুজ জার্সিতে ২শতম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করলেন সাকিব।
সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
এ ম্যাচের আগে ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ঐ ম্যাচে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ঐ ম্যাচে ২০০ উইকেট শিকারের কীর্তিও গড়েন সাকিব। ফলে দ্রুত ২০০ উইকেট ও ৫ হাজার রান করার বিশ্ব রেকর্র্ড গড়েন তিনি।
২০০ উইকেট ও ৫ হাজার রান করার মাইলফলক রয়েছে পাকিস্তানের আব্দুর রাজ্জাক-শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার। তবে সাকিবের মত এত দ্রুত ২০০ উইকেট ও ৫ হাজার রান করতে পারেননি রাজ্জাক-আফ্রিদি, ক্যালিস ও জয়সুরিয়া।