বাজিস-২ : নওগাঁয় চলতি অর্থবছরে ১০২টি মহিলা সমিতিকে ২০ লাখ টাকা অনুদান

150

বাজিস-২
নওগাঁ- অনুদান বিতরন
নওগাঁয় চলতি অর্থবছরে ১০২টি মহিলা সমিতিকে ২০ লাখ টাকা অনুদান
নওগাঁ ৪ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ১০২টি মহিলা সমিতির মধ্যে চলতি অর্থবছরে অনুদান হিসেবে ২০ লাখ পাঁচহাজার টাকা প্রদান করা হয়েছে। জেলার মোট ১১টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় এসব অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সরকারী নিবন্ধনকৃত এসব সমিতির মধ্যে অনুদানের অর্থ বিতরন সম্পন্ন হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অফিসার ইশরাত জাহান বলেন, অনুদানের এই অর্থ সংশ্লিষ্ট সমিতিগুলোর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা ভিত্তিক অনুদানপ্রাপ্ত সমিতি এবং অনুদানের পরিমান হচ্ছে- সদর উপজেলায় ৮৬টি মহিলা সমিতির অনুকুলে ১৭ লক্ষ ৩৫ হাজার টাকা, আত্রাই উপজেলায় ৫টি মহিলা সমিতির অনুকুলে ৮৫ হাজার টাকা, রানীনগর উপজেলায় ৫টি মহিলা সমিতির অনুকুলে ৭৫ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ২টি সমিতির অনুকুলে ৩০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২টি সমিতির অনুকুলে ৪৫ হাজার টাকা এবং সাপাহার উপজেলায় ২টি সমিতির অনুকুলে ৩৫ হাজার টাকা।
বাসস/সংবাদদাতা/১৮২৫/এমকে