২০২৩ এশিয়ান কাপ ফুটবল চীনে

266

প্যারিস, ৪ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : ২০২৩ এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে চীনে। আয়োজক হওয়ার জন্য আবেদন করা অন্য দেশগুলো নাম নাম প্রত্যাহার করে নেয়ায় চীন এশিয়ার সর্বোচ্চ এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের স্বত্ত লাভ করে বলে আজ মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের(এএফসি) পক্ষ থেকে জানানো হয়। মুলত ভবিষ্যতে সম্ভাব্য ফিফা বিশ্বকাপ আয়োজনের পথ পরিস্কার করতে এ টুর্নামেন্ট আয়োজন করছে চীন।
ইতোপুর্বে ২০০৪ সালের পর দ্বিতীয়বার এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে চীন।
প্যারিসে অনুষ্ঠিত এএফসির বৈঠকে চীনের ফিফা কাউন্সিলের সদস্য ডিউ ঝাওচাই বলেন,‘ ২০২৩ এশিয়ান কাপ আয়োজন করাটা চীনের জন্য অনেক বড় সম্মানের বিষয়।’
দক্ষিণ কোরিয়াও এ টুর্নামেন্ট আয়োজন করতে আবেদন করেছিল। কিন্ত ুগত মাসে তারা নাম প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী ছিল ঢীন। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াও এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল । তবে এর আগে তারাও নাম প্রত্যাহার করে নেয়।
এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে দল সংখ্যা বাড়িয়ে প্রথমবারের মত ২৪টি করা হয়। ফাইনালে জাপানের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়ে শিরোপা জয় করে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার।