আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে ইংল্যান্ডের রয়, আর্চার

368

লন্ডন, ৪ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : আচরণ বিধি ভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার কবলে পড়েছে ইংল্যান্ডের জেসন রয় এবং জোফরা আর্চার। জরিমানা করা হয়েছে শ্রীলংকাকেও।
বিশ্বকাপে গতকাল পাকিস্তানের কাছে ইংল্যান্ডের পরাজিত হওয়া ম্যাচে আচরণ বিধি ভঙ্গের অপরাধে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় এবং বোলার জোফরা আর্চারকে ১৫ ফি’র ১৫ শতাংশ জরিসানা করেছে আইসিসি।
পাকিস্তান ইনিংসে মিস ফিল্ডিং করায় অশ্রাব্য ভাষা ব্যবহার করে আইসিসি আচরণ বিধির লেবেল ওয়ান ভঙ্গ করায় ইংল্যান্ড ওপেনার রয়কে অভিযুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
তার একটি বল ওয়াইড দেয়ায় আম্পয়ারের সঙ্গে অশোভন করায় আর্চারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আর্থিক জরিমানার পাশাপাশি উভয় খেলোয়াড়কেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
এদিকে মন্থর গতির বোলিংয়ের দায়ে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে তার ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের অন্য সদস্যেদের ১০শতাংশ জরিমানা করা হয়।