বাজিস-৫ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন

276

বাজিস-৫
গাজীপুর- মহাসড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন
গাজীপুর, ৩ জুন, ২০১৯ (বাসস) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন, নেই কোন যানজট। আজ সোমবার সকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ট্রাফিক-সাউথ) থোয়াই অংপ্রু মারমা বলেন, ‘বৃষ্টির কারণে সকালে বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় যানবাহন ধীরগতিতে চললেও সড়ক থেকে পানি সরে যাওয়ায় চলাচল স্বাভাবিক হয়ে গেছে। এ সড়ক যানজটমুক্ত রাখতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করবে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-নর্থ) নজরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত গাজীপুরে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনও রিকশা, ভ্যান মহাসড়কে উঠতে দেওয়া হচ্ছে না। রাস্তার পাশে হকার ও অবৈধ দোকানপাট নেই। মহাসড়কের পাশে কোনও যানবাহন থেকে মালামাল লোড-আনলোড করতে পারছে না। আশা করছি এ সড়ক দিয়ে যানবাহন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাইরে থেকে ২শ’ এপিবিএন সদস্য আনা হয়েছে। তারা সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে কাজ করছে।’
জানা গেছে, ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে ২৭টি রুটের যানবাহন গাজীপুর চৌরাস্তার ওপর দিয়ে যাতায়াত করে থাকে। কোনাবাড়ি-চন্দ্রা এলাকায় এবারের ঈদে কোনও যানজট থাকছে না।এ দু’টি জায়গায় দু’টি ফ্লাইওভার এবং দুটি ব্রিজ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে/