বাসস দেশ-১৫ : লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো মেজবাহ উদ্দিন সাময়িক বরখাস্ত

251

বাসস দেশ-১৫
ভূমিমন্ত্রী-পরিদর্শন
লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো মেজবাহ উদ্দিন সাময়িক বরখাস্ত
ঢাকা, ৩ জুন, ২০১৯ (বাসস) : দুর্নীতি এবং অসদাচরণের প্রমাণ পাওয়ায় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৯ মে বেলা ১১টায় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী আকস্মিকভাবে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শন কালে অফিসের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিন-এর অবৈধ লেনদেনের বিষয়টি সম্পর্কে তিনি আবগত হন। পরে তথ্য প্রমানের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
উল্লেখ্য, দক্ষ, স্বচ্ছ ও জন-বান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে এবং ভূমি অফিসে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের বিভিন্ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন শুরু করেছেন।
বাসস/সবি/বিকেডি/১৭৩০/কেজিএ