বাসস দেশ-৫ : মমতাজউদদীন আহমদের মৃত্যুতে উপাচার্যের শোক

199

বাসস দেশ-৫
ঢাবি-মমতাজউদদীন-শোক
মমতাজউদদীন আহমদের মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা, ৩ জুন, ২০১৯ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ মমতাজউদদীন আহমদের মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ভাষাসৈনিক ও নাট্যব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ অসামান্য অবদান রেখে গেছেন। একজন নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক হিসেবে অবদানের জন্য তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মমতাজউদদীন আহমদ ২ জুন রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বাসস/সবি/এসএস/১৪৪৫/আরজি