বাসস বিদেশ-৩ : সিরিয়ার হোমসে বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা

177

বাসস বিদেশ-৩
সিরিয়া-সংঘাত
সিরিয়ার হোমসে বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা
দামেস্ক, ৩ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়া ইসরাইলের বিরুদ্ধে রোববার দেশটির হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে হামলার অভিযোগ করেছে। ২৪ ঘন্টার মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা।
এক সামরিক সূত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের একটি আগ্রাসনকে ঠেকিয়ে দিয়েছে এবং আমাদের টি-৪ বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া তাদের দুটি রকেট ধ্বংস করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলায় এক সিরীয় সৈন্যসহ পাঁচ জনের নিহতের খবর জানিয়েছে।
তারা জানায়, এই হামলায় একটি গুদামও ধ্বংস হয়ে গেছে।
ওই বিমানঘাঁটিতে সিরীয় সেনাবাহিনীর পাশাপাশি ইরানী যোদ্ধা ও হিজবুল্লাহ্ আধাসামরিক বাহিনীর সদস্যরাও অবস্থান করছে।
অবজারভেটরি জানিয়েছে, এই হামলায় সিরীয় সৈন্য ও বিদেশী যোদ্ধাসহ ১০ জন নিহত হয়েছে।
এলাকাটি রাজধানীর দক্ষিণে অবস্থিত।
বাসস/কেএআর/১৩১০/জুনা