বাসস দেশ-২১ : অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

300

বাসস দেশ-২১
পররাষ্ট্র মন্ত্রী- শোক-বিবৃতি
অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ২জুন ২০১৯ (বাসস) : অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আজ এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় আরো বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সহকর্মী হিসেবে আমি ও মমতাজউদদীন একসাথে কাজ করার সুবাদে তাঁকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলাম।
একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মমতাজউদদীনের মৃত্যুতে জাতি একজন প্রথ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতাকে হারালো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ মমতাজ উদ্দীন চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্দার সাথে স্মরণ রাখবে।
বাসস/সবি/এমএআর/২০৩০/কেকে