বাসস দেশ-২০ : নাট্যকার মমতাজ উদ্দীনের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

291

বাসস দেশ-২০
পরিবেশ মন্ত্রী – শোক-বিবৃতি
নাট্যকার মমতাজ উদ্দীনের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
ঢাকা, ২ জুন, ২০১৯ (বাসস) : প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে বাংলা নাটক ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। বাংলা নাটক ও সাহিত্যে তাঁর অবদান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে যা জাতি চিরদিন স্মরণ রাখবে।
উল্লেখ্য, অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন। ২০১১ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খন্ডকালীন অধ্যাপক ছিলেন। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন তিনি।
বাসস/সবি/এমএআর/২০৩০/কেকে