বাসস ক্রীড়া-৮ : আফগানিস্তানের অভিষেক টেস্টে বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরি

192

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ভারত-আফগানিস্তান
আফগানিস্তানের অভিষেক টেস্টে বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরি
ব্যাঙ্গালুরু, ১৪ জুন ২০১৮ (বাসস/এএফপি) : বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে আজ টেস্ট অভিষেক হলো আফগানিস্তানের। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম দিনটি ভালো কাটেনি আফগানদের। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৭৮ ওভারে ৬ উইকেটে ৩৪৭ রান করেছে ভারত। দলের পক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন দুই ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ান। বিজয় ১০৫ ও ধাওয়ান ১০৭ রান করেন।
মারমুখী মেজাজে সেঞ্চুরি করা ধাওয়ান করেছেন রেকর্ড। টেস্ট ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ধাওয়ান। ৮৭তম বলে সেঞ্চুরি করা ধাওয়ান ১৯টি চার ও ৩টি ছক্কায় ৯৬ বলে ১০৭ রান করে আউট হন।
ধীরগতিতে ইনিংস গড়া বিজয় ১৫টি চার ও ১টি ছক্কায় ১৫৩ বলে ১০৫ রান করেন। এছাড়া ভারতের পক্ষে লোকেশ রাহুল ৫৪, চেতেশ্বর পূজারা ৩৫, অধিনায়ক আজিঙ্কা রাহানে ১০ ও উইকেটরক্ষক দিনেশ কার্তিক ৪ রান করেন।
হার্ডিক পান্ডিয়া ১০ ও রবীচন্দ্রন অশ্বিন ৭ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের ডান-হাতি পেসার ইয়ামিন আহমাদজাই ২টি, ওয়াফাদার-রশিদ খান-মুজিব উর রহমান ১টি করে উইকেট নেন।
বাসস/এএফপি/এএমটি/১৯৩০/মোজা/স্বব