বাসস দেশ-১৫ : মমতাজউদদীন আহমদের মৃত্যুতে স্পিকারের শোক

184

বাসস দেশ-১৫
স্পিকার-মমতাজ-শোক
মমতাজউদদীন আহমদের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ২ জুন, ২০১৯ (বাসস) : একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় স্পিকার বলেন, অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক ছিলেন। তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার মৃত্যুতে বাংলাদেশ এক গুণীজনকে হারালো।
তিনি অধ্যাপক মমতাজউদদীন আহমদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ আজ বেলা ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বাসস/সবি/এমএসএইচ/১৮২৫/এইচএন