বাজিস-৩ : মেহেরপুরে ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর

182

বাজিস-৩
মেহেরপুর-দলিল হস্তান্তর
মেহেরপুরে ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর
মেহেরপুর, ২ জুন, ২০১৯ (বাসস) : জেলায় আজ ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং সমাজসেবার বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আজ রোববার প্রধান অতিথি হিসাবে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দলিল, অনুদানের চেক ও ভাতার বই বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২৯ জন ভূমিহীনকে জমির দলিল, ৪৮ জনের মধ্যে ১৯ লাখ ২০ হাজার টাকার চেক এবং ৩২৯ জনকে মধ্যে ভাতার বই প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যুগ্মসচিব আবদুল্লাহ আল মামুন, জেলার পুলিশ সুপার মোহাম্মেদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৮২০/এমকে