বাসস ক্রীড়া-৫ : তাহিরের সেঞ্চুরি

188

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
তাহিরের সেঞ্চুরি
লন্ডন, ২ জুন ২০১৯ (বাসস) : অন্যরকম সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হওযা দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে নিজের ওয়ানডে ক্যারিয়ারে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন লেগ-স্পিনার তাহির। আজ লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করলেন তাহির।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তাহির। তার বর্তমান বয়স এখন ৪০। দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন তাহির। ২০১১ ও ২০১৫ সালের পর এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছেন তাহির।
এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে দু’টি রেকর্ড গড়েন তাহির। বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো স্পিনার হিসেবে ইনিংসের শুরুতেই বোলিং করেছেন। অন্যটি, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোন লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপের শুরুতেই বল করে দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন তাহির।
আজকের ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৯ ওয়ানডেতে ১৬৪ উইকেট নিয়েছেন তাহির।
বাসস/এএসজি/এএমটি/১৭২৫/মোজা/স্বব