সেমিফাইনাল নিশ্চিত করে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেন ফেদেরার

744

যুক্তরাষ্ট্র, ১৬ মার্চ ২০১৮ (বাসস) : ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। শেষ চারে উঠে টেনিস র‌্যাংকিং-এ নিজের শীর্ষস্থানও অক্ষুন্ন রাখলেন তিনি। বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে ফেদেরার সরাসরি সেটে হারিয়েছেন ২৩তম বাছাই দক্ষিণ কোরিয়ার চুং হিইয়নকে ।
ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসর শুরু করেন ফেদেরার। সেই লক্ষ্যের পথে ভালোভাবেই টিকে রয়েছেন তিনি। তবে কোয়ার্টারফাইনালের প্রথম সেটে বড় পরীক্ষায় পড়ে গিয়েছিলেন ফেদেরার। প্রথম সেটটি জিততে বেশ কষ্টই করতে হয় তাকে। তারপরও ৭-৫ গেমে জয় পান ফেদেরার।
তবে দ্বিতীয় সেটে হিইয়নকে সুযোগই দেননি ফেদেরার। ৬-১ গেমে ঐ সেট জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি। এজন্য ফেদেরার সময় লেগেছে ১ ঘন্টা ২৩ মিনিট। সেমিতে ফেদেরার প্রতিপক্ষ অবাছাই ক্রোয়েশিয়ার বর্না কোরিচ । সপ্তম বাছাই কেভিন এন্ডারসনকে ৬-২, ৪-৬ ও ৬-৭ (৩/৭) গেমে হারান বর্না।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের শিরোপার স্বাদ নিতে মরিয়া ফেদেরার বলেন, ‘আমার প্রধান লক্ষ্য ছিলো এবারের আসরের সেমিফাইনালে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার চাই শিরোপা জয় করতে। যেভাবে খেলে এ পর্যন্ত এসেছি, এভাবেই খেলে যাবো। আমি আক্রমণাত্মক টেনিস খেলছি। তবে সবসময় এভাবে খেলা কঠিন। তারপরও শিরোপা জয়ের জন্য সেরা টেনিসই খেলবো।’