শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

233

মুন্সীগঞ্জ, ২ জুন, ২০১৯ (বাসস) : বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুট সোয়া ঘন্টা বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে নৌ চলাচল আবার শুরু হয়েছে।
শিমুলিয়ায় হঠাৎ ঝড়ো হাওয়া দেখা দিলে পদ্মা উত্তাল হয়ে উঠে। ফলে দুর্ঘটনা এড়াতে আজ বেলা পৌনে ১১টায় ফেরি, লঞ্চ, স্পীডবোডসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে এই রুটের সকল নৌযান বন্ধ করে দেয়া হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার নৌ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ফেরি বন্ধ থাকলেও এখন যানজট নেই। ফেরি চালু হওয়ায় এখন আর কোন দুভোর্গ নেই। যাত্রীদের নিরাপদে ফেরি পারাপার করতে এবার ১৫টি নিয়মিত ফেরির সাথে আরও ৩টি ফেরি যোগ করে সর্বমোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।