বাসস দেশ-৬ : সরকারের সঠিক পরিকল্পনায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

198

বাসস দেশ-৬
ঈদ-যাত্রা
সরকারের সঠিক পরিকল্পনায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জ, ২ জুন ২০১৯ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের সঠিক ও যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় এবারের ঈদ যাত্রায় মানুষের কষ্ট লাঘব হয়েছে।
তিনি বলেন, ‘ঈদে নির্বিঘেœ মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোন সমস্যা হয়নি। সরকারের সঠিক পরিকল্পনা সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে।’
আজ মাওয়াঘাট এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মাওয়াঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, এবার ঈদে দূর্ভোগের পরির্বতে আনন্দ মুখর পরিবেশে মানুষ নদী পারাপার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। ফলে এবার মহাসড়কসহ কোথাও যানজট নেই।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল আলম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও লৌহজং থানার ওসি মনির হোসেন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৫০৭/-এমএবি