সিরিয়ার রাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১০, আহত ২০

390

বৈরুত, ২ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সাবেক ঘাটি রাখায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) একথা জানিয়েছে।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এসওএইচআর জানায়, শহরের অপর স্থানে একটি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হওয়ার পর এই হামলা চালানো হল। ইসলামিক স্টেট গ্রুপ এই স্থানে প্রায়ই হামলা চালায়।
এসওএইচআর’র পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ‘এসডিএফ-এর অবস্থান লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা করা হয়েছে।’
নগরীর আল নাইম স্কোয়ারে এ বিস্ফোরণ ঘটে। এখানে আইএস জিম্মিদের শিরশ্ছেদ করতো।
৯ এপ্রিল জোড়া বোমা হামলায় ১৩ জন নিহত হয়। আইএস’র দায়িত্ব স্বীকার করে। ওই ঘটনায় নিহতদের অধিকাংশই বেসামরিক লোক।