বাসস দেশ-২৩ : সৈয়দ আবু জাফর আহমেদের দাফন সম্পন্ন

304

বাসস দেশ-২৩
দাফন-আবু জাফর
সৈয়দ আবু জাফর আহমেদের দাফন সম্পন্ন
ঢাকা, ১ জুন, ২০১৯ (বাসস) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিম-লীর সদস্য সৈয়দ আবু জাফর আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
আজ দুপুরে মৌলভীবাজারের হযরত শাহ মোস্তফা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে হযরত শাহ মোস্তফা দরগাহসংলগ্ন কবরস্তানে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে সকাল ৯টায় প্রয়াতের মরদেহ হিমাগার থেকে শমসেরনগর সড়কস্থ বাসভবনে নেয়া হয়। সকাল ১০টায় সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির কার্যালয়ে নেয়া হয়। সেখানে প্রয়াত কমরেড জাফরের মরদেহ কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। এখানে পার্টির নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর পার্টির ভলান্টিয়াররা তাঁকে ‘গার্ড অব অনার’ ও ‘রেড স্যালুট’ জানায়।
পরে জাফরের মরদেহ সিপিবি অফিস থেকে মৌলভীবাজার প্রেসক্লাবে নেয়া হয়। সেখানে¡ সাংবাদিকেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনসহ গণসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে, কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে সিপিবি আজ সারাদেশে শোকদিবস পালন করে। সিপিবির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাফরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, কালো ব্যাজ ধারণ, শোকসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উল্লেখ্য, গত ২৮ মে দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে সৈয়দ আবু জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসস/সবি/কেসি/১৯৫০/কেকে