বাসস প্রধানমন্ত্রী-১ (২য় ও শেষ কিস্তি) : প্রতিকূল অর্থনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতির মোকাবেলায় ওআইসির পরিকল্পনা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর

213

বাসস প্রধানমন্ত্রী-১ (২য় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-ওআইসি ভাষণ
প্রতিকূল অর্থনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতির মোকাবেলায় ওআইসির পরিকল্পনা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর

ফিলিস্তীন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ওআইসি আমাদের ফিলিস্তিনী ভাই-বোনদের ভূখন্ড এবং সার্বভৌমত্বের অধিকার ফিরে পাওয়া, মুসলিম বিশ্বের দেশগুলোর মর্যাদা রক্ষা এবং মুসলিম বিশ্বের দেশগুলোর জনগণের মধ্যে একতা এবং সহযোগিতাকে শক্তিশালী করার ব্যাপারে আস্থাশীল ছিল।
‘কিন্তু ৭ দশক কেটে গেছে- ফিলিস্তিনীদের সমস্যার আজো সমাধান হয় নাই এবং আমাদের জাতি এবং সম্প্রদায়গুলো এখন পর্যন্ত দ্বিধাবিভক্ত রয়েছে,’ যোগ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ইসলাম- যা একদা অন্ধকার বিশ্বে আলোক বর্তিকা নিয়ে এসেছিল কেবলমাত্র ভূলভাবে ব্যাখ্যা করার জন্য তা আজ ভূলপথে সন্ত্রাস এবং উগ্রপন্থার নীতি নিয়ে পরিচালিত হচ্ছে ।
শ্রীলংকার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ পাঁচ তারকা হোটেলে বোমা হামলা এবং নিউজিল্যান্ডের দুটি মসজিদে জুম্মা’র নামাজের সময় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দু’টি ঘটনাতেই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানূভুতি এবং সমবেদনা প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘আমরা শ্রীলংকার সন্ত্রাসী হামলার নিন্দাও জানিয়েছি, যেখানে আমার এক নাতী- ৮ বছরের শিশু শেখ জায়ান নিহত হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যত্র নির্দয়ভাবে প্রতিনিয়ত হতাযজ্ঞের শিকার হওয়া জনগণের দুঃখ-কষ্ট এবং যন্ত্রণা বাংলাদেশ অনুধাবন করতে পারে।
দারিদ্রকে সব থেকে বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এরজন্য মূলত অজ্ঞতা, দুর্যোগ এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় দায়ী।
‘এই অসামঞ্জস্যকে দূর করতে আমাদেও যৌথভাবে ‘ওআইসি-২০২৫: অ্যাকশন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, ’যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এর জন্য আমাদের ওআইসি’র কর্মসূচির আওতায় ইসলামিক উন্নয়ন ব্যাংকসহ ওআইসি’র প্রতিষ্ঠানসমূহের নীতি এবং অনুশীলনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
শেখ হাসিনা এ সময় ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আইওএম (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফরম মাইগ্রেশন)-এর উপ-মহাপরিচালক পদের জন্য বাংলাদেশের প্রার্থী অভিভাষণ বিশেষজ্ঞ পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে তাঁদের মূল্যবান সমর্থন দানের অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। মুসলিম বিশ্বকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলায় তাঁর দূরদর্শিতা, সহনশীলতা এবং সমমর্মিতা আজ অবদি আমাদের অনুপ্রেরণা জোগায়।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-কে বাংলাদেশ যেভাবে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলছে তাতে অংশ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সকলের প্রতি আমন্ত্রণ জানান।
তিনি বলেন, ধারণার সন্নিবেশন এবং উদ্ভাবনকে বিক্রয়যোগ্য পণ্য এবং সেবায় পরিণত করাই আজকের ইসলামি বিশ্বের প্রয়োজন।
বাসস/এএইচজি/অনুবাদ-এফএন/১৭৫৫/আরজি