বাসস ক্রীড়া-১১ : স্পট লাইট থাকবে মুশফিকের ওপর

181

বাসস ক্রীড়া-১১
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
স্পট লাইট থাকবে মুশফিকের ওপর
ঢাকা, ১ জুন, ২০১৯ (বাসস) : উইকেটরক্ষকেরা যে কোন টুর্নামেন্টে দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অপরিহার্য্য অংশে পরিণত হয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের ব্যাটিংয়ে যদি কোন একটা দুর্বলতা থেকে থাকে- সেটা তার স্ট্রাইক রেট। সেটা অবশ্য ম্যাচ পরিস্থিতির কারণেও তাকে স্লো খেলতে হয়। প্রতিটি বিশ্বকাপেই মুশফিকের বিশাল অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত অপরিহার্য্য। তবে প্রয়োজনে বড় শট খেলতে পারদর্শী তিনি। ব্যাট হাতে তার রান, উইকেটকিপিং এবং বোলিং লাইন আপে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তার পরামর্শ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে মুশফিকের।
ক্যারিয়ারে এ পর্যন্ত ২০৫ ওয়ানডেতে ১৯১ ইনিংসে ৩৪.৯৫ গড়ে,৭৮.১৬ স্ট্রাইক রেটে মোট ৫৫৫৮ রান করেছেন মুশফিক। ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি করা এ তারকার সর্বোচ্চ ইনিংস ১৪৪।
উইকেটরক্ষ হিসেবে তার নামের পাশে রয়েছে ১৬৯টি ক্যাচ এবং ৪২টি স্টাম্পিং।
বাসস/স্বব/১৭২৫/মোজা/নীহা