বাসস ক্রীড়া-২ : ইনজুরির শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার

219

বাসস ক্রীড়া-২
ফুটবল-কোপা আমেরিকা
ইনজুরির শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার
সাও পাওলো, ১ জুন, ২০১৯ (বাসস) : হাঁটুর ইনজুরির শঙ্কা কাটিয়ে শুক্রবার আবারো ব্রাজিলের কোপা আমেরিকা অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার।
২৭ বছর বয়সী পিএসজি’র এই ফরোয়ার্ড চলতি সপ্তাহের শুরুতে জাতীয় দলের অনুশীলনে হাঁটুতে চোট পেয়ে বিশ্রামে চলে গিয়েছিলেন। যে কারনে স্বাগতিক ব্রাজিলের কোপা আমেরিকা মিশনে দু:শ্চিন্তা দেখা দেয়।
কোপা আমেরিকার শুরু হবার আগে বুধবার কাতার ও তিনদিন পর হন্ডুরাসের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বে গ্রুপ-এ’তে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। স্বাগতিক হিসেবে চ্যালেঞ্জ মোকাবেলায় নেইমারের ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেলে (৭৭) ও রোনাল্ডোর (৬২) পর ৬০ গোল করে নেইমার ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
বাসস/নীহা/১৪২২/স্বব