বাসস ক্রীড়া-১২ : বিশ্বকাপে বোলিং ওপেন করা প্রথম স্পিন বোলার হলেন তাহির

289

বাসস ক্রীড়া-১২
তাহির-স্পিনার
বিশ্বকাপে বোলিং ওপেন করা প্রথম স্পিন বোলার হলেন তাহির
লন্ডন, ৩০ মে, ২০১৯ (বাসস) : ক্রিকেট বিশ্বকাপে বোলিং ওপেন করা প্রথম স্পিনার হিসেবে আজ বৃহস্পতিবার ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আজ শুরু হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে সবাইকে বিস্মিত করে প্লেসিস প্রথম ওভারেই বল তুলে দেন লেগ স্পিনার তাহিরের হাতে। তাহিরও দুই হাতে সুযোগ লুফে নেন এবং দ্বিতীয় ডেলিভারিতেই ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টোকে শূন্য রানে বিদায় করেন। ম্যাচে তাহিরের বোলিং ফিগার ১০ ওভারে ৬১ রানে ২ উইকেট।
তাহিরের গুগলি বুঝতে ব্যর্থ হওয়া বেয়ারস্টো রক্ষণ ভঙ্গিতে সামনে দিকে এগিয়ে যান। তবে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এর আগে ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ড গ্রেট মার্টিন ক্রো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওভারেই অফ স্পিনার দিপক প্যাটেলকে আক্রমণে এনে সকলকে বিস্মিত করেছিলেন।
ম্যাচটি ৩৭ রানে জিতেছিল নিউজিল্যান্ড।
বাসস/স্বব/১৯৩৫/মোজা/এমএইচসি