বাসস ক্রীড়া-১০ : ব্রেক্সিটের বোঝা থেকে মুক্ত হয়ে ক্রিকেট উপভোগে থেরেসা মে

271

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিশ্বকাপ-বৃটেন-প্রধানমন্ত্রী
ব্রেক্সিটের বোঝা থেকে মুক্ত হয়ে ক্রিকেট উপভোগে থেরেসা মে
লন্ডন, ৩০ মে ২০১৯ (বাসস) : বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে নিজের প্রধানমন্ত্রীত্ব থেকে সরে এসেছেন তেরেসা মে। রাজনৈতিক যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি উপভোগ করলেন ভিন্ন একটি যুদ্ধ। আর সেটি হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যুদ্ধ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতায় নামে দক্ষিণ আফ্রিকার।
পার্লামেন্টে বেক্সিট চুক্তির অনুমোদন পেতে তিন দফা ব্যর্থ হবার পর রাষ্ট্র প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফলে বেক্সিটের বোঝা থেকে মুক্ত হন মে। নির্ভার এই নেতা ওভাল ক্রিকেট মাঠে যান ক্রিকেট খেলা উপভোগ করতে। মাঠটি তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯২০/মোজা/স্বব