বাসস দেশ-১৬ : উন্নতমানের পাটজাতপণ্য উৎপাদনে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সুপারিশ

162

বাসস দেশ-১৬
কমিটি- কৃষি
উন্নতমানের পাটজাতপণ্য উৎপাদনে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সুপারিশ
ঢাকা, ৩০ মে, ২০১৯ (বাসস) : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শুধু চট নয়, বাণিজ্যিকভাবে উন্নতমানের পাটজাতপণ্য উৎপাদন করার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ওমর ফারুক চৌধুরী, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় গম এবং ব্রি ধান ২৮ জাতে ব্লাস্ট রোগ সংক্রমণের কারণে গম ও ধানের নতুন জাত উদ্ভাবন ও কৃষকের মধ্যে সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
সভায় সংসদীয় স্থায়ী কমিটির পাট গবেষণা ইনস্টিটিউট সরেজমিন পরিদর্শন করার সুপারিশ করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিএডিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭১০/আরজি