বাসস দেশ-৮ : বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ৯ জুন

119

বাসস দেশ-৮
অ্যাক্রেডিটেশন-দিবস
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ৯ জুন
ঢাকা, ২৯ মে, ২০১৯ (বাসস) : পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী ৯ জুন রোববার “বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস” উদ্যাপন করা হবে।
এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে ৯ জুন সকাল ১১ টায় মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর আয়োজন করেছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এতে প্রধান অতিথি থাকবেন। এছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদে মজুমদার এমপি এবং ডিসিসিআই‘র সভাপতি ওসামা তাসির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম।
আজ শিল্পমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ইতোমধ্যে বিএসটিআই, বিসিএসআইআর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ল্যাবরেটরির মত সরকারি পরীক্ষাগারসহ দেশীয় ও বহুজাতিক ৬২টি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ২টি মেডিকেল ল্যাবরেটরি, ০২টি সনদ প্রদানকারী সংস্থা এবং ৫টি পরিদর্শন সংস্থাসহ মোট ৭১টি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।
এছাড়া বর্তমান সরকারের মেগা প্রকল্প পদ্মা সেতুতে নির্মাণ সামগ্রীর গুণগতমান পরীক্ষাকারী বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জি কনন্সট্রাকশন বিডিই টেস্টিং ল্যাবরেটরি ও রূপপুর পরমাণু প্রকল্পের ম্যাক্স ইনফ্রাস্টাকচার ল্যাবরেটরিও বিএবি’র অ্যাক্রেডিটেশন লাভ করেছে। এতে করে দেশে গুণগতমানের অকাঠামো নির্মাণের পথ সুগম হয়েছে। এছাড়া, বিএবি প্রতিষ্ঠার ফলে বর্তমানে দেশিয় পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা অল্প সময়ে ও খরচে সহজেই দেশ থেকে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির সনদ নিতে পারছেন। এতে করে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা লাভবান হচ্ছেন।
এ বছর বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ““অ্যাক্রেডিটেশন: সাপ্লাই চেইনে মূল্য সংযোজন করে।”
দিবসে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে অ্যাক্রেডিটেশন বিষয়ে জনগণকে সচেতন করবে।
দিবসটি উপলক্ষে ইতোমধ্যে বিএবি প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় এবং রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে সাজানো হয়েছে।
অ্যাক্রেডিটেশন হচ্ছে, পণ্য ও সেবার গুণগত মানসনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। কোনো শিল্পপণ্য ও সেবা অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য অ্যাক্রেডিটেশন সনদের প্রয়োজন না হলেও আন্তর্জাতিক বাজারে তা রপ্তানির ক্ষেত্রে ওই পণ্যের অনুকূলে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির টেস্টিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ফলে অ্যাক্রেডিটেশকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কারিগরি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরণের কারিগরি প্রতিবন্ধকতা মোকাবেলায় বিএবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বাসস/সবি/এমআর/১৫২২/-আসচৌ