বাসস বিদেশ-২ : ইউএই উপকূলে জাহাজে হামলার পেছনে ইরানের থাকার বিষয়টি প্রায় নিশ্চিত: বল্টন

157

বাসস বিদেশ-২
ইরান-যুক্তরাষ্ট্র
ইউএই উপকূলে জাহাজে হামলার পেছনে ইরানের থাকার বিষয়টি প্রায় নিশ্চিত: বল্টন
আবধাবি, ২৯ মে, ২০১৯ (বাসস): মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, চলতি মাসের প্রথমদিকে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজে যে হামলা চালানো হয়েছে তার পেছনে ইরানের থাকার বিষয়টি প্রায় নিশ্চিত।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার এক সংবাদ সম্মেলনে বল্টন আরো বলেন, ‘সউদি আরবের দুটি ট্যাংকারসহ যে চারটি জাহাজে হামলা হয়েছে তা নিশ্চিত ভাবে ইরানের পক্ষ থেকেই করা হয়েছে।’ খবর এএফপি’র।
গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ওমান সাগর উপকূলে এ হামলা চালানো হয়। এতে চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। যে পাঁচ দেশের সদস্যরা এ হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিেেশষজ্ঞরাও তার অংশ হিসেবে কাজ করছে।
বাসস/জুনা/১৪৫০/আরজি