বাসস ক্রীড়া-৬ : কাতারের আল-সাদ ক্লাবের কোচ হিসেবে নিয়োগ পেলেন জাভি

159

বাসস ক্রীড়া-৬
ফুটবল-জাভি
কাতারের আল-সাদ ক্লাবের কোচ হিসেবে নিয়োগ পেলেন জাভি
দোহা, ২৯ মে ২০১৯ (বাসস) : কাতারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আল-সাদ ক্লাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বার্সেলোনা ছাড়ার পর এই ক্লাবে ২০১৫ সাল থেকে খেলেছেন স্প্যানিশ তারকা জাভি। ক্লাবের এক বিবৃতিতে জাভির নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ছয় বছরে এই প্রথমবারের মত কাতারের লিগ শিরোপা অর্জন করেছে আল-সাদ। আগামী ১৪-২৯ জুলাই জাভির অধীনে বার্সেলোনার অদূরে জিরোনাতে ক্লাবের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
ইন্সটাগ্রামে এ সম্পর্কে জাভি লিখেছেন, একজন খেলোয়াড় হিসেবে অবদান রাখার পর আমি নতুন একটি চ্যালেঞ্জের অপেক্ষায় ছিলাম। আল-সাদ আমার উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দেবার চেষ্টা করবো।’
পর্তুগীজ জেসুয়ালডো ফেরেইরার স্থলাভিষিক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী জাভি। আল-সাদ ক্লাবের অন্যতম সফল ম্যানেজার হিসেবে ফেরেইরাকে অনেকেই বিবেচনা করেছেন।
আগামী ৬ আগস্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল-দুহাইলের বিপক্ষে ম্যাচ দিয়ে আল-সাদের হয়ে জাভির কোচিং ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে।
বাসস/নীহা/১৪২০/স্বব