বাসস দেশ-২৩ : শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এখন সারাবিশ্বে সমাদৃত : সমাবেশে বক্তারা

272

বাসস দেশ-২৩
শান্তি-সমাবেশ
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এখন সারাবিশ্বে সমাদৃত : সমাবেশে বক্তারা
ঢাকা, ২৮ মে, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক শান্তি সমাবেশে বক্তারা বলেছেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এখন সারাবিশ্বে সমাদৃত।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কোয়ালিশন অব লোকাল এনজিওস-বালাদেশ (সিএলএনবি) আয়োজিত এক শান্তি সমাবেশে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, শান্তিরক্ষা মিশন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। এছাড়াও এ মিশনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মিশন সফল এলাকাগুলোতে বাংলাদেশের জন্য বিশাল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা বাংলাদেশের রাজধানী ঢাকার যে কোন রাস্তা অথবা উড়াল সেতুকে শান্তি মিশনের বীরদের সম্মানে উৎসর্গ করার আহবান জানান।
সিএলএনবি’র চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নার্গিস জাহান বানু,মানবাধিকার নেত্রী নূর-উন-নাহার মেরী প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সবি/জেডআরএম/১৯২৫/জেহক