ভারতে সমুদ্র মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’

747

ঢাকা, ১৬ মার্চ, ২০১৮ (বাসস) : ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত ১০ম আর্ন্তজাতিক সমুদ্র মহড়া ‘মিলান-২০১৮’ এ অংশগ্রহণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে।
চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ি সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আমন্ত্রণ জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারি অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা জানানো হয়।
উল্লেখ্য, গত ০৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট বে¬য়ারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়ায় ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ ৯টি দেশের ২৮টি যুদ্ধজাহাজ অংশ নেয়। ওই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ ১৫৭ জন নৌসদস্য নিয়ে অংশগ্রহণ করে।
এর আগে, ওই মহড়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ গত ৩ মার্চ তারিখে বাংলাদেশ ত্যাগ করে।