বাসস ক্রীড়া-৯ : ম্যাকগ্রার মতে হোম কন্ডিশনের কারণে ইংল্যান্ড ফেবারিট

130

বাসস ক্রীড়া-৯
ম্যাকগ্রা- ফেবারিট
ম্যাকগ্রার মতে হোম কন্ডিশনের কারণে ইংল্যান্ড ফেবারিট
ঢাকা, ২৮মে, ২০১৯(বাসস) : অস্ট্রেলিয়ার কিংবদন্তী ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার মতে ইংল্যান্ড ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করবে।
ইএসপিএনকে ম্যাকগ্রা বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ড খুবই শক্তিশালী একটি দল। আমার মতে আসন্ন বিশ্বকাপে তারাই ফেবারিট, সুতরাং তারা খুবই ভাল করবে বলে আমি মনে করছি।
এক সময় নিয়মিতভাবে ইংল্যান্ডকে পরাজিত করা অস্ট্রেলিয়া দলের সদস্য ম্যাকগ্রার মতে ইয়োইন মরগানের নেতৃত্বে ইংলিশরা এবং বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এখন পুরো ৫০ ওভারই রান করতে সক্ষম এবং এটা টি-২০ ক্রিকেটের প্রভাব।
ম্যাকগ্রা বলেন,‘ আপনাকে বর্তমান ফর্মের দিকে তাকাতে হবে। ইংল্যান্ড দল যেভাবে পারফর্ম করছে তাতে আমি অত্যন্ত খুশি। তারা বড় বড় রান সংগ্রহ করছে। অধিকাংশ দল প্রথম ও শেষ ১৫ ওভার রান করে এবং মিডল ওভারে কিছুটা ধীরস্থির থাকে। তবে ইংল্যান্ড এবং ভারতের মত দলগুলো পুরো ৫০ ওভার জুরেই রান করে এবং টি-২০ ভার্সনের ফলেই এটা সম্ভব হয়েছে। তারাই(ইংল্যান্ড) ফেবারিট এবং নিজ কন্ডিশনে তাদেরকে হারানোটা খুবই কঠিন। তবে অস্ট্রেলিয়াও ভাল করতে পারে।’
এ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ফাইনাল খেলতে পারে বলেও মন্তব্য করেন ম্যাকগা।
তিনি বলেন,‘ দক্ষিণ আফ্রিকা সব সময়ই ভাল দল, ওয়েস্ট ইন্ডিজ সত্যিকারের ডার্ক হর্স-তারা খুব ভাল আবার খুব খারাপ উভয়ই খেলতে পারে সম্ভবত পাকিস্তানের মত। সুতরাং এবারের আসরটা হবে একটা মজার বিশ্বকাপ। ইংল্যান্ড এবং ভারতকে হারানো কঠিন। তবে অস্ট্রেলিয়াও যে ফর্মে আছে তাতে আমি মনে করি তারাও ফাইনাল খেলতে পারে।’
তিনি আরো বলেন,‘ অস্ট্রেলিয়া কিভাবে টুর্নামেন্ট শুরু করে সে বিষয়ে কিছুটা শংকা ছিল। তবে তাদের সর্বশেষ ফর্ম আমাকে আশাবাদী করে তুলেছে। বিপরীত কন্ডিশনেও তারা খুব ভাল করছে। সুতরাং সে দিক বিবেচনা করলে তাদেরও সম্ভাবনা আছে। আমি মনে করি তারা ফাইনাল খেলবে। একইভাবে ভারতও একটি মান সম্মত ওয়ানডে দল, তারাও দৌঁড়ে থাকবে।’
বাসস/স্বব/১৭২০/নীহা