গাজীপুর ও নরসিংদীর ৫ কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

156

ঢাকা, ২৮ মে, ২০১৯(বাসস) : গাজীপুর ও নরসিংদীর ৫ টি কারখানাকে ১৩ লাখ ১ হাজার ৯২৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং।
আজ পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক,মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী কারখানার তরল বর্জ্য পরিশোধানাগার (ইটিপি)’র আউটলেট হতে নির্গত তরল বর্জ্যরে নমুনার বিশ্লেষিত ফলাফল পরিবেশ সংরক্ষণ বিধিমালা,১৯৯৭ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রা বর্হিভুত হওয়ার এ ক্ষতিপূরণ ধার্য করেন।