নওগাঁয় ঈদ উপলক্ষে দুই হাজার ৮০৪ মেট্রিক টন চাল বরাদ্দ

176

নওগাঁ, ২৮ মে, ২০১৯ (বাসস) : জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ লাখ ৮৬ হাজার ৯শ’ ৫৯ টি
অতিদরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য মোট দুই হাজার ৮০৪ দশমিক ৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে নওগাঁ’র জেলা প্রশাসকের অনুকুলে এই বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান জানান, জেলার ১১টি উপজেলায় ৯৯টি ইউনিয়নে ১ লাখ ৭৪ হাজার ৬শ’ ৩৬টি পরিবারের মধ্যে ২ হাজার ৬শ’ ১৯ দশমিক ৫৪০ মেট্রিক টন এবং ৩টি পৌরসভায় ১২ হাজার ৩শ’ ২৩টি পরিবারের মধ্যে ১৮৪ দশমিক ৮৫ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ-এর এসব চাল বিতরন প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা ভিত্তিক ভিজিএফ বরাদ্দের পরিমাণ হচ্ছে- পোরশা উপজেলায় ২৪ হাজার ৭শ’ ৪৬ পরিবারের মধ্যে ৩৭১ দশমিক ১৯০ মেট্রিকটন, সাপাহার উপজেলায় ২৬ হাজার ৪শ’ ৪২ পরিবারের মধ্যে ৩৯৬ দশমিক ৬৩ মেট্রিক টন, নওগাঁ সদর উপজেলায় ২২ হাজার ১শ’ ৩৬ পরিবারের মধ্যে ৩৩২ মেট্রিকটন, নিয়ামতপুর উপজেলায় ১৩ হাজার ৪শ’ ষাটটি পরিবারের মধ্যে ২০১ দশমিক ৯০ মেট্রিকটন, পতœীতলা উপজেলায় ১২ হাজার ৬২টি পরিবারের মধ্যে ১৮০ দশমিক ৯৩ মেট্রিকটন, মান্দা উপজেলায় ১৭ হাজার ৬শ’ ২০টি পরিবারের মধ্যে ২৬৪ দশমিক ৩০ মেট্রিকটন, আত্রাই উপজেলায় ৯ হাজার ২শ’ ৬৬টি পরিবারের মধ্যে ১৩৮ দশমিক ৯৯ মেট্রিকটন, রানীনগর উপজেলায় ৮ হাজার ৭শ’ ৪১টি পরিবারের মধ্যে ১৩১ দশমিক ১২ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ৫শ’ ২৫টি পরিবারের মধ্যে ২০২ দশমিক ৮৮ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১৩ হাজার ৮শ’ ৮৩টি পরিবারের মধ্যে ২০৮ দশমিক ২৫ মেট্রিক টন এবং ধামইরহাট উপজেলায় ১২ হাজার ৭শ’ ৭৫টি পরিবারের মধ্যে ১৯১ দশমিক ৩৩ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে।
অপরদিকে জেলার তিনটি পৌরসভার মধ্যে নওগাঁ পৌরসভায় চারহাজার ৬শ’ ২১টি পরিবারের মধ্যে ৬৯ দশমিক ৩২ মেট্রিকটন, নজিপুর পৌরসভায় চার হাজার ৬শ’ ২১টি পরিবারের মধ্যে ৬৯ দশমিক ৩২ মেট্রিকটন এবং ধামইরহাট পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ৪৬ দশমিক ২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।