বিশ্বকাপে আরো একটি হ্যাটট্রিকের চেষ্টা করবো : মালিঙ্গা

189

লন্ডন, ২৮ মে ২০১৯ (বাসস) : ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট শিকার করা শ্রীলংকান পেস তারকা লাসিথ মালিঙ্গা এবারের আসরেও হ্যাটট্রিক করতে চান।
হ্যাটট্রিকসহ মালিঙ্গার চার উইকেট দখলে ২০০৭ সালের ঐ ম্যাচটিতে অবশ্য শ্রীলংকা পরাজয় এড়াতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে শ্রীলংকার করা ২০৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২১২ রান সংগ্রহ করেছিল। মালিঙ্গা ৪৪তম ওভারের শেষ দুটি বলে ও ৪৬তম ওভারের প্রথম দুই বলে পরপর ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের কিছুটা হলেও বিপদে ফেলেছিলেন। কিন্তু এরপরেও শ্রীংলকা হার এড়াতে পারেনি।
মালিঙ্গার উদ্ধৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, ‘কেন আমি আরো একটি হ্যাটট্রিক করতে পারবো না। আমি চেষ্টা চালিয়ে যাব। বিশ্বকাপের মঞ্চে এই ধরনের অর্জন সত্যিই বিশেষ কিছু।’
ওয়ানডেতে উইকেট দখলের তালিকায় সতীর্থ সনাত জয়সুরিয়াকে টপকে যেতে আর একটি মাত্র উইকেট প্রয়োজন মালিঙ্গার। একইসাথে এর মাধ্যমে তিনি শীর্ষ দশ উইকেট শিকারীর তালিকায়ও জায়গা করে নিতে পারবেন। ২১৮ ওয়ানডেতে এ পর্যন্ত মালিঙ্গা সংগ্রহ করেছেন ৩২২ উইকেট। ইংলিশ কন্ডিশনে সবসময়ই খেলতে পছন্দ করেন মালিঙ্গা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের একটি বিষয় আমি মেনে চলার চেষ্টা করি, তাহলো এখানকার কন্ডিশন। এখানে হয় বেশ গরম পড়ে নতুবা প্রচন্ড ঠান্ডা। একজন বোলারের দক্ষতা যাচাইয়ে সত্যিকারের পরীক্ষা দিতে হয়।’
ভারতীয় প্রিমিয়ার লিগে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালিঙ্গা। ১৬ উইকেট দখল করে তিনি মুম্বাইকে রেকর্ড চতুর্থ শিরোপা দখলে সহযোগিতা করেছেন। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার পারফরমেন্স ডেথ বোলিংয়ে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলারের তকমাটাও এনে দিয়েছে।
মালিঙ্গা বলেন, ‘উইকেট পাওয়া সব সময়ই আনন্দের, বিশেষ করে আইপিএল’র মত টুর্নামেন্টগুলোতে বোলিংয়ের মাধ্যমে দলকে সফলতা পেলে তা ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করে। এর ফলে আত্মবিশ্বাসও অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন ও ফর্মেট সম্পূর্ণ ভিন্ন। আমি জানি এখানেও ভাল করার আত্মবিশ্বাস আমার আছে।’
শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মন্তব্য করতে গিয়ে মালিঙ্গা বলেছেন তারকাদের অনুপস্থিতিতে তরুণরা আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রমানের জন্য মুখিয়ে আছে। তিনি বলেন, আগের বছরগুলোতে লংকান দলে বড় বড় তারকারা থাকলেও এবারের দলটি অপেক্ষাকৃত তরুণ। এই মুহূর্তে শ্রীলংকার সেরা ১৫জন খেলোয়াড় নিয়েই আমরা এখানে খেলতে এসেছি। অভিজ্ঞতা ও তারুন্যের সংমিশ্রনে এবার ভাল কিছু করারই আশা করছি।