বাসস বিদেশ-২ : জাপানে এলোপাতারি ছুরিকাঘাতে ২ জনের মৃত্যুর আশংকা, আহত ১৭

287

বাসস বিদেশ-২
জাপানে এলোপাতারি ছুরিকাঘাতে ২ জনের মৃত্যুর আশংকা, আহত ১৭
টোকিও, ২৮ মে, ২০১৯ (বাসস ডেস্ক): জাপানের কাওয়াসাকি নগরীতে মঙ্গলবার এলোপাতারি ছুরিকাঘাতে এক শিশুসহ দু’জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। এতে আরো ১৭ জন আহত হয়েছে। স্থানীয় দমকল বিভাগ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দমকল বিভাগের কর্মকর্তা উজি সাকিজাওয়া জানান, হামলার শিকার হওয়া এক লোক ও এক কন্যা শিশুর বেঁচে থাকার কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না। জাপানে সাধারণত: সরকারি হাসপাতালের চিকিৎসকের অনুমতি পত্র না পাওয়া পর্যন্ত কাউকে মৃত্যু ঘোষণা করা হয় না।
স্থানীয় বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে অ্যাম্বুলেন্সের পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীর অনেক গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে। সেখানে জরুরি হাসপাতাল কর্মীদের আহতদেরকে চিকিৎসা দিতে দেখা যাচ্ছে।
দমকল বিভাগ জানায়, এ হামলায় আহত ১৭ জনের মধ্যে শিশুও রয়েছে।
দমকল বিভাগের আরেক মুখপাত্র দাই নাগাসে এএফপি’কে বলেন, ‘এক ব্যক্তি তাদেরকে ছুরিকাঘাত করে।’
‘আমরা স্থানীয় সময় সকাল ৭টা ২২মিনিটের দিকে জরুরি কল পাই। ফোন জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এনএইচকে জানায়, সে নিজেকেও ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
বাসস/এমএজেড/১১৫০/এমএবি