অনলাইন সংবাদপোর্টাল নিবন্ধনের সময়সীমা ৩০ জুন

289

ঢাকা, ২৭ মে, ২০১৯ (বাসস) : অনলাইন সংবাদপোর্টাল নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদফতর।
বিদ্যমান অনলাইন সংবাদপোর্টালগুলো সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে আজ সোমবার এ সংক্রান্ত একটি সরকারিপত্র জারি হয়।
তথ্য অধিদফতরের ওয়েবসাইট www.pressinform.gov.bd-এ দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণাদিসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। ইতোপূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের আবার আবেদনের প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।