বাজিস-৭ : হবিগঞ্জ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

308

বাজিস-৭
হবিগঞ্জ- জরিমানা
হবিগঞ্জ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ, ২৭ মে ২০১৯ (বাসস) : জেলা শহরের কাপড়ের দোকানগুলোতে মূল্যর ট্যাগ না থাকা এবং অধিকমূল্যে কাপড় বিক্রির অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এবং আনিসুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, কাপড়ের গায়ে মূল্যের ট্যাগ না থাকা এবং নির্ধারিত দামের বেশী মূল্যে কাপড় বিক্রির অভিযোগে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার বাধন ছিটঘর ও বুটিক বাজারকে ১০ হাজার টাকা করে, বেবি চয়েজকে ৮ হাজার এবং চমক ফ্যাশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯২০/এমকে