জয়পুরহাটে ৮ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেবুলাইজার ও গ্লুকোমিটার প্রদান

552

জয়পুরহাট, ১৪ জুন, ২০১৮ (বাসস) : সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বৃহষ্পতিবার কার্যক্রমের উপর মাসিক পর্যালোচনা সভা ও নেবুলাইজার মেশিন এবং গ্লুকোমিটার বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অয়োজনে অনুষ্ঠিত নেবুলাইজার মেশিন এবং গ্লুকোমিটার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. কে,এম জোবায়ের গালীব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর মাতৃমঙ্গলের গাইনী চিকিৎসক ডা: সওদাগর সাহানা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ইউনিয়নে থাকা ৮ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১টি করে শিশুদের শ্বাসকষ্ট নিরাময়ে নেবুলাইজার মেশিন ও ডায়াবেটিক নির্ণয়ের জন্য ১টি করে গ্লুকোমিটার প্রদান করা হয়। এছাড়াও ওইসব কেন্দ্রে গর্ভবতী মায়েদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হবে বলেও জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক কে,এম জোবায়ের গালীব। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওই নেবুলাইজার মেশিন এবং গ্লুকোমিটার বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।