বাসস দেশ-১০ : আওয়ামী লীগের ‘এডুকেশন সিস্টেম ফর দ্য ফোরথ ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক সেমিনার আগামীকাল

185

বাসস দেশ-১০
আওয়ামী লীগ-সেমিনার
আওয়ামী লীগের ‘এডুকেশন সিস্টেম ফর দ্য ফোরথ ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক সেমিনার আগামীকাল
ঢাকা, ২৭মে, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আগামীকাল বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘এডুকেশন সিস্টেম ফর দ্য ফোরথ ইন্ড্রাস্টিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি এবং শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইইবি’র কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর সেমিনারে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি মো. আবদুস সবুর সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সেমিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাসস/সবি/এমএএস/১৬১৫/-আসচৌ