বাসস বিদেশ-৬ : ইরানের শীর্ষ কূটনীতিকের সফরকালে ‘যুদ্ধের ঝুঁকি’ নিয়ে সতর্কতা ইরাকের

219

বাসস বিদেশ-৬
ইরান-ইরাক-কূটনীতি
ইরানের শীর্ষ কূটনীতিকের সফরকালে ‘যুদ্ধের ঝুঁকি’ নিয়ে সতর্কতা ইরাকের
বাগদাদ, ২৭ মে, ২০১৯ (বাসস ডেস্ক): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ইরাক সফরে গেলে সেদেশের নেতারা তাকে যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চরম উত্তেজনার কারণে তারা যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন।
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সৈন্য মোতায়েনে ওয়াশিংটনের সিদ্ধান্তের পর প্রতিবেশি দেশ ইরাক সফরে যান জারিফ।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জারিফ বলেন, ‘আমরা বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এড়াতে সার্বিক চেষ্টা চালাচ্ছি। সেটা হোক অর্থনৈতিক বা সামরিক যুদ্ধ।’
তিনি আরো বলেন, ‘আমরা শক্তি দিয়ে তাদের প্রতিহত করবো এবং আমরা তাদের প্রতিরোধ করবো।’
ইরাকের পক্ষ থেকে হাকিম বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশি দেশ ইরানের পাশে রয়েছি। তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কোন প্রয়োজন নেই। কারণ এতে ইরানের জনগণের অনেক ভোগান্তি হচ্ছে।’
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি শনিবার রাতে জারিফের সঙ্গে সাক্ষাতকালে যুদ্ধের ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করে দেন।
তেহরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির কথা উল্লেখ করে তার কার্যালয় আরো জানায়, আব্দেল মাহদি এ অঞ্চলের স্থিতিশীলতার এবং পরমাণু চুক্তি সমর্থনের প্রতিশ্রুতি দেন।
এদিকে ইরাকের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দেশটির প্রেসিডেন্ট বারহাম সালেহ সার্বিক যুদ্ধ বা উত্তেজনা প্রতিহত করার প্রয়োজনীয়তা নিয়ে জারিফের সঙ্গে আলোচনা করেন।
শনিবার জারিফ এ অঞ্চলে অতিরিক্ত সৈন্য মোতায়েনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে অভিহিত করেন।
বাসস/এমএজেড/১৪৫০/জুনা