মোদিকে ইমরানের অভিনন্দন ॥ দক্ষিণ এশিয়ার শান্তির জন্য সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

615

নতুন দিল্লী, ২৬ মে, ২০১৯ (বাসস) : ভারতের ১৭তম লোক সভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এল্যায়েন্স (এনডিএ) ব্যাপক বিজয় লাভ করায় আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজ বিকেলে জানানো হয়, রোববার ভারতের প্রধানমন্ত্রী মোদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান টেলিফোনে এই অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী মোদি তার টেলিফোন উত্তরে প্রতিবেশিদের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রথম গুরুত্ব লাভ করবে বলে জানান এবং যৌথভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করার পূর্ববর্তী পরামর্শের কথা উল্লেখ করেন।
সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার পাশাপাশি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ অঞ্চল গড়ার কথা বলেন নরেন্দ্র মোদি।
অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, “লোকসভা নির্বাচনে বিজয়লাভ করায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন।”
দুই নেতা উভয় দেশের জনগণের কল্যাণে এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।