বাসস ক্রীড়া-১০ : বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতিমূলক ম্যাচ

310

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-প্রস্তুতি ম্যাচ
বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতিমূলক ম্যাচ
কার্ডিফ, ২৬ মে ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচ। পুরো দিনব্যাপি বৃষ্টির তেজ অব্যাহত থাকায় এ ম্যাচে টসও হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ০২ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ ছিলো। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারে পাকিস্তান। তাই বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে পারলো না পাকিস্তান। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচের হার নিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে সরফরাজের দল। ৩১ মে নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।
অপরদিকে, আগামী ২৮ মে এই কার্ডিফেই ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মাশরাফির দল।
বাসস/এএমটি/১৯৩০/স্বব