বাসস ক্রীড়া-৮ : উডসের ইনজুরিতে চিন্তায় ইংল্যান্ড

202

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিশ্বকাপ-ইংল্যান্ড
উডসের ইনজুরিতে চিন্তায় ইংল্যান্ড
সাউদাম্পটন (ইউকে), ২৬ মে ২০১৯ (বাসস/এএফপি) : বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ফাস্ট বোলার মার্ক উডের ইনজুরিতে চিন্তিত ইংল্যান্ড। শনিবার সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে অংশ নেয়ার সময় পায়ের ইনজুরিতে পড়া এ ফাস্ট বোরারের খেলা নিয়েও শংকার মধ্যে পড়ে গেছে স্বাগতিক দল।
ম্যাচে ওপেনিং স্পেলে মাত্র ৩.১ ওভার বল করতে পেরেছিলেন ডারহ্যামের এই পেসার। এর পরই বাঁ পায়ে ব্যথা অনুভূত হয় তার। এই ইনজুরিতে তার পায়ের গোড়ালির আগের ইনজুরির ফিরে আসার শংকা বাড়িয়ে দিলেও প্যাভিলিয়নে দৌঁড়ে দলকে কিছুটা আশ্বস্ত করতে সক্ষম হন। পরে অবশ্য চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান উডস। যে কারণে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে পরাজিত হওয়া ম্যাচে আর ফিরতে পারেননি তিনি।
ইংল্যান্ড দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার বলেন, ‘আমরা দেখতে চাই সকাল পর্যন্ত তার অবস্থাটি কেমন দাঁড়ায়। তবে এটি উডসের জন্য চিন্তার বিষয়। এমনিতেই পায়ের গোড়ালির ইনজুরির সঙ্গে লড়াই করে চলেছেন উডস। নতুন করে এই ইনজুরি তাকে আসলেই হতাশ করেছে। তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা কর্মকর্তারা কাজ করছে। আমি নিশ্চিত সে ভাল চিকিৎসা পাচ্ছে। আমরা তার শুভ কামনা করছি।’
চলতি মৌসুমে এটি ছিল উডসের দ্বিতীয় ম্যাচ। নতুন করে তিনি ইনজুরিতে পড়ায় বিশ্বকাপের আয়োজক দেশটি তার পরিবর্তিত হিসেবে ডেকে পাঠিয়েছে ন্যাটা পেসার ডেভিড উইলিকে। ইনজুরিগ্রস্ত নিয়মিত ইংলিশ অধিনায়ক ইয়োইন মর্গানের পরিবর্তে চলতি দায়িত্ব পালনকারী বাটলার বলেন, ‘পেশাদার ক্রীড়ায় এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। কারণ সবাই চায় বিশ্বকাপের সময় দলটি যেন পরিপূর্ণভাবে ফিট থাকে। আমরাও ছয় সপ্তাহ ব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। তাই আমাদের দলটিকে উপযুক্ত রাখতে হবে। এটাই এই খেলার নিয়ম।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/মোজা/স্বব