বাসস দেশ-১২ : রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

174

বাসস দেশ-১২
র‌্যাব-গ্রেফতার
রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
ঢাকা, ২৬ মে, ২০১৯ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রাজধানীর দারুসসালাম থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা বারেক সরকারসহ ৫ জনকে গ্রেফতার করেছে ।
অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে র‌্যাব-৪ এর একটি দল শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বারেক সরকার ওরফে হাজী বারেক (৬৩), মোঃ হাবিবুর রহমান (২৪), মোঃ জাকির হোসেন (৫৮), মোঃ আক্তারুজ্জামান (২৮), ও মোঃ শাহরিয়ার তাসিম (১৯)। তাদের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ২২ সদস্যকে গ্রেফতার করা হয়। এই প্রতারনা চক্রের মূলহোতা বারেক সরকার ওরফে হাজী বারেক।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬১৮/কেএমকে