বাসস দেশ-১৬ : কুরআন নির্দেশিত ন্যায়ের পথে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর

652

বাসস দেশ-১৬
শিক্ষামন্ত্রী-প্রতিযোগিতা
কুরআন নির্দেশিত ন্যায়ের পথে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ১৩ জুন, ২০১৮ (বাসস) : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কুরআন ‘আমাদের’ জীবনাচরণ শিক্ষা দিয়েছে। তাই কুরআন নির্দেশিত সঠিক, সত্য ও ন্যায়ের পথে চলতে হবে।
তিনি বলেন, বর্তমান সমাজে মূল্যবোধের বড়ই অভাব। কুরআন নির্দেশিত পথে চলতে পারলে অনেক অন্যায় অবিচার প্রতিরোধ সম্ভব।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে কুরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় রাজস¦ বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমদ এবং কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ।
গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বাছাইকৃত চার জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বাসস/তবি/জেডআরএম/২১০০/জহ/অমি