গাইবান্ধায় একটি অর্থনৈতিক জোন তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : ডেপুটি স্পিকার

333

ঢাকা, ২৪ মে, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, গাইবান্ধায় একটি অর্থনৈতিক জোন তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আজ রাজধানীর একটি হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ গাইবান্ধা জেলা সমিতির এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাইবান্ধা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও ওয়ালিউর রহমান।
ফজলে রাব্বি মিয়া গাইবান্ধার উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, গাইবান্ধা সমিতির সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সমিতির পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান এবং বন্যা খরা ও শীতে অসহায় দু:স্থ মাঝে সাহায্য প্রদান করা। পরে তিনি ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।